Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ, নদীতীর ভাঙ্গন প্রতিরোধ, ব-দ্বীপউন্নয়ন ও ভূমি পুনরুদ্ধার, নদ-নদী ড্রেজিং, ইত্যাদি বিষয়ে পক্র ল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিচালন করে সেচ,জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধ, নদী তীর ভাঙ্গন প্রতিরোধ, ব-দ্বীপ উন্নয়ন ও ভূমি পুনরুদ্ধার, নদ-নদীর নাব্যতা ও বহন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সেবাসমূহ প্রদান করে থাকে। 

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এখানে ছোট বড় প্রায় ৩৩ টি নদী রয়েছে, ইতিমধ্যে ১)“পঞ্চগড় জেলায় টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা” ২) পঞ্চগড় জেলায় ইলেকট্রিক ব্লক ও হালকা সেচ প্রকল্পের কমান্ড এলাকা বৃদ্ধির  লক্ষ্যে সমন্বিত উন্নয়ন” শীর্ষক সমীক্ষা প্রকল্প পানি সম্পদমন্ত্রণালেয়  প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনের আলোকে পঞ্চগড় জেলার তালমা, চাওয়াই, করতোয়া, পাথরাজ ও ঘোড়ামারা ‍ও অন্যান্য নদীসমূহের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনরোধে নদীতীর সংরক্ষণ কাজ ও পানি অবকাঠামো নির্মানের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সুষ্ঠ ব্যবহার এবং ইতিপূর্বে পঞ্চগড় জেলার বিভিন্ন নদীতে নির্মিত ১৫টি এলএলপি পূর্নবাসনের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প গ্রহন করা হবে।