ক) সমাপ্ত প্রকল্পঃ
ক্রঃ নং
|
প্রকল্পের নাম
|
|
সংক্ষিপ্ত বিবরন
|
০১.
|
টাংগন ব্যারেজ সেচ প্রকল্পঃ
|
|
প্রকল্পটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এবং পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সীমানাস্থলে চাপাতি মৌজায় টাংগন ব্যারেজ নির্মিত। এশীয় উন্নয়ন ব্যাংকের ঋন সহায়তায় ১৯৮২ সালে প্রকল্পের কাজ শুরু হয়। টাংগন নদীর উভয় পার্শ্বে বিস্তৃত ৪৪৫০ হেক্টর জমিতে সম্পূরক সেচ সুবিধা প্রদানের জন্য প্রধান সেচ খাল , সেকেন্ডারী সেচখাল ও টার্সিয়ারী সেচ খাল এবং বিতরন খাল সমন্বয়ে প্রায় ১০০ কি.মি. সেচ খাল সহ ও ৪৩৯টি সহায়ক কাঠামো নির্মাণ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ১৪৮২.৭৭ লক্ষ টাকা। ১৯৯৩ সালে প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বাৎসরিক ৪৫০ লক্ষ টাকা মূল্যের ৪৭০০ মেঃ টন অতিরিক্ত খাদ্য শষ্য উৎপন্ন হচ্ছে।
|
০২.
|
ক্ষুদ্রায়তন, বন্যা নিয়ন্ত্রন ও সেচ প্রকল্প (৩য় পর্যায়) টাংগন ব্যারেজের উজানে কমান্ড এরিয়া উন্নয়নঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। টাংগন ব্যারেজের উজানে জলাধারে পন্ডিং লেভেল পর্যন্ত পানি সমতল বজায় রাখতে ব্যারেজের উজানে জনসাধারণের ঘরবাড়ী রাস্তা প্রভৃতি ভরাটের মাধ্যমে উচুকরন, নিস্কাশন ব্যাবস্থার উন্নয়নকল্পে প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ৩৪০.১৫ লক্ষ টাকা । প্রকল্পটি ২০০০ সালে শুরু হয় এবং ২০০৫ সালে সমাপ্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ৪৪৫০ হেক্টর জমিতে সুষ্ঠভাবে সম্পূরক সেচ সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে।
|
০৩.
|
তীরনই, রামচন্ডি ও তুলশীয়া বিল উপ-প্রকল্প।ঃ
|
|
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তীরনই এবং রামচন্ডি নদীর উপর ১৯৮৫ সালে ব্যারেজ নির্মানের মাধ্যমে দুইটি সেচ প্রকল্পের কাজ শুরু হয়। তুলসীয়া বিলের পানি নিস্কাশনের জন্যও ১৯৮৫ সালে ১ টি রেগুলেটর নির্মান করা হয়। প্রকল্পের কাজ ১৯৮৮ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ১৩২.০০লক্ষ টাকা। বর্ষা মৌসুমে পানি ধারন পূর্বক ৬০০.০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ প্রদান করা হচ্ছে। প্রকল্পটি সচল রাখার জন্য পূনর্বাসন,পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ১০.০০ লক্ষ টাকা আবশ্যক।
|
০৪.
|
ভেরসা উপ-প্রকল্পঃ
|
|
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ভেরসা নদীর উপর ব্যারেজ নির্মানের মাধ্যমে ৩০০ হেক্টর জমিতে বর্ষা মৌসুমে সম্পূরক সেচ সুবিধা প্রদানের জন্য ১৯৮৫ সালে প্রকল্পটি শুরু হয়ে ১৯৮৮ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ৭৩.০০ লক্ষ টাকা। প্রকল্পটি পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় প্রায় ৩.০০ লক্ষ টাকা।
|
০৫.
|
পাথরাজ বাঁধ সেচ প্রকল্পঃ
|
|
পঞ্চগড় জেলার বোদা উপ-জেলায় পাথরাজ নদীর উপর স্পীলওয়ে নির্মাণের মাধ্যমে প্রায় ১৪০০ হেক্টর উপকৃত এলাকা বিশিষ্ট প্রকল্পটি ১৯৫৫ সালে শুরু হয়ে ১৯৬০ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ১২.০০ লক্ষ টাকা। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ১.০০ লক্ষ টাকা আবশ্যক।
|
০৬.
|
ভাবরঙ্গী-দুধকুড়া সেচ প্রকল্পঃ
|
|
পঞ্চগড় জেলার সদর উপজেলায় প্রকল্পটি অবস্থিত । প্রকল্পটি ১৯৮৫ সালে শুরু হয় এবং ১৯৮৬ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ৩০.০০ লক্ষ টাকা । প্রকল্পের উপকৃত এলাকা ৩৫০ হেক্টও । বর্ষা মৌসুমে প্রকল্প এলাকায় পরিমান মত বৃষ্টির পানি ধারন পূর্বক আমন চাষে সম্পূরক সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ১.৫০ লক্ষ টাকা আবশ্যক।
|
০৭.
|
পামনদী সেচ উপ-প্রকল্পঃ
|
|
পঞ্চগড় জেলার বোদা উপজেরায় প্রকল্পটি অবস্থিত। প্রকল্পের উপকৃত জমির পরিমান ৪০০ হেক্টর। বাঁধ, রেগুলেটর ও ডাইভারশন চ্যানেলের মাধ্যমে সম্পূরক সেচ সবিধা প্রদানের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ১৩.০০ লক্ষ টাকা । প্রকল্পটি ১৯৮৪ সালে শুরু হয় এবং ১৯৮৬ সালে সমাপ্ত হয়। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ০.৫০ লক্ষ টাকা আবশ্যক।
|
০৮.
|
কাঠগিরি, নেলসাদাড়া সাহেবেব বাঁধ সেচ প্রকল্পঃ
|
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রকল্পটি অবস্থিত। প্রকল্পটিতে বাঁধ, রেগুলেটর , ওয়াটার কন্ট্রোল ষ্ট্রাকচার দ্বারা ১২০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটি ১৯৮৩ সালে শুরু হয়ে ১৯৮৭ সালে সমাপ্ত হয়। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ১.০০ লক্ষ টাকা আবশ্যক।
|
০৯.
|
‡Zwjcvov ˆe`¨ywZK- 3
nvjKv †mP cÖKít
|
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রকল্পটির অবস্থান। করতোয় নদী হইতে বৈদ্যুতিক পাম্পের সাহার্য্যে পানি উত্তোলনের মাধ্যমে প্রায় ৯০০ হেক্টর জমিতে খরিপ-২, রবি এবং খরিপ-১ মৌসুমে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটি ১৯৬৫ সালে শুরু হয় এবং ১৯৬৭ সালে সমাপ্ত হয়। প্রকল্পের নির্মান ব্যায় ৭০.০০ লক্ষ টাকা। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ৩.০০ লক্ষ টাকা আবশ্যক।
|
১০.
|
আহম্মদনগর হালকা সেচ প্রকল্প-২ (বিদ্যুৎ চালিত)ঃ
|
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্রকল্পটি অবস্থিত। প্রকল্পটি ১৯৬১ সালে শুরু হয় এবং ১৯৬২ সালে সমাপ্ত হয়। করতোয়া নদী হইতে বৈদ্যুতিক পাম্পের সাহার্যে পানি উত্তোলনের মাধ্যমে প্রায় ১৫০ হেক্টর জমিতে খরিপ-২, রবি এবং খরিপ-১ মৌসুমে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যায় ২.০০ লক্ষ টাকা। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ০.২০ লক্ষ টাকা আবশ্যক।
|
|
|
|
|
|
ক্রঃ নং
|
প্রকল্পের নাম
|
|
সংক্ষিপ্ত বিবরন
|
১১.
|
আহম্মদনগর হালকা সেচ প্রকল্প-৩ (বিদ্যুৎ চালিত)ঃ
|
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্রকল্পটি অবস্থিত। প্রকল্পটি ১৯৬১ সালে শুরু হয় এবং ১৯৬২ সালে সমাপ্ত হয়। করতোয়া নদী হইতে বৈদ্যুতিক পাম্পের সাহার্যে পানি উত্তোলনের মাধ্যমে প্রায় ১৫০ হেক্টর জমিতে খরিপ-২, রবি এবং খরিপ-১ মৌসুমে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যায় ২.০০ লক্ষ টাকা। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ০.২০ লক্ষ টাকা আবশ্যক।
|
১২.
|
পেটকী নদী সেচ প্রকল্প ঃ
|
|
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় প্রকল্পটি অবস্থেত। প্রকল্পটি ১৯৮৫ সালে শুরু হয়ে ১৯৮৭ সালে সমাপ্ত হয়। প্রকল্পে ১টি ওয়াটার কনট্রোল ষ্ট্রাকচার ও ১ টি বাঁধ আছে। ওয়াটার কন্ট্রোল ষ্ট্রাকাচারের উজানের পানি নিয়ন্ত্রনের মাধ্যমে প্রায় ৫০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যায় প্রায় ২৩.০০ লক্ষ টাকা। প্রকল্পটি সচল রাখার জন্য পরিচালন ও রক্ষনাবেক্ষন বাৎসরিক ব্যয় ১.০০ লক্ষ টাকা আবশ্যক।
|
১৩.
|
দেবীগঞ্জ করতোয়া সেতু এবং দেবীগঞ্জ শহর রক্ষা প্রকল্পঃঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত। করতোয়া নদীর ভাংগন হইতে দেবীগঞ্জ উপজেলা শহরের সন্নিকটে করতোয়া নদীর উপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং দেবীগঞ্জ উপজেলা শহর রক্ষা কল্পে করতোয়া নদীর বামপাড়ে ১০২৪ মিটার নদী তীর সংরক্ষন কাজ হয়। নদী সংরক্ষন, উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় প্রকল্পটি ১৯৯৮ সালে শুরু হয় এবং ২০০১ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ৪২২.৩৪ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সমেত দেবীগঞ্জ থানা শহর করতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা পেয়েছে।
|
১৪.
|
মীরগড় বি ডি আর বিওপি ও মীরগড় বন্দর রক্ষা প্রকল্পঃঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ এলাকার অন্তর্গত করতোয়া নদীর ডানপাড়ে মীরগর বি ডি আর বিওপি ও মীরগড় বন্দর করতোয়া নদীর ভাংগন হইতে সংরক্ষনের জন্য সীমান্ত নদী সংরক্ষন, উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় ১২১০ মিটার নদীতীর সংরক্ষন কাজ বাস্তবায়ন হয়। প্রকল্পটি ২০০৩ সালে সমাপ্ত হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ৩৮৪.৪২ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে উল্লেখিত মীরগড় বি ডি আর বিওপি সহ মূল্যবান আবাদী জমি , ঘরবাড়ী ও অন্যান্য স্থাপনা নদী ভাংগন মুক্ত হয়েছে।
|
১৫.
|
পঞ্চগড় শহর রক্ষা প্রকল্পঃ
(সেকেন্ডারী টাউন ইন্ট্রিগ্রেটেড ফ্লাড প্রটেকশান প্রজেক্ট)ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার সদর উপজেলায় অবস্থিত। করতোয়া নদীর ভাংগন হইতে জেলা শহর রক্ষার জন্য ১৯৯২ সালে মাধ্যমিক শহর সমুহের সমন্বিত বণ্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় পঞ্চগড় শহর সংরক্ষন উপ-প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির অধীনে ১.৯৩২কি.মি. নদীতীর সংরক্ষন, ০.১৫ কি.মি বাঁধ নির্মাণ কাজ, ৫টি রেগুলেটর এবং ১টি গ্রোয়েন মেরামত করা হয়।প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ১৩৯১.৪৭ লক্ষ টাকা। প্রকল্পটির বাস্তবায়ন কাজ ২০০০সালে সমাপ্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জিলা শহর ভা্ংগন মুক্ত হয়েছে। প্রকল্পটি রক্ষনাবেক্ষনের জন্য বাৎসরিক ৩০.০০ লক্ষ টাকা প্রয়োজন।
|
১৬.
|
ক্ষুদ্রায়তন ও বন্যা নিয়ন্ত্রন ও সেচ প্রকল্প( গুচ্ছ প্রকল্প ৩য় পর্যায়) আওতায় দেবীগঞ্জ উপজেলায় শালডাংগা ইউনিয়নে অমরখানায় করতোয়া নদীর ডানতীরে বাঁধ নির্মাণ উপ-প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পটি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প। করতোয়া নদীর ভাংগন ও বন্যার হাত হইতে সর্বসাধারনের জান ও মাল রক্ষার জন্য ২০০৩-২০০৪ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির অধীনে ২.৫৬ কি.মি. বন্যা নিয়ন্ত্রন বাধ, ১টি রেগুলেটর এবং ৩ টি ফ্লাসিং ইনলেট নির্মান করা হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ১৭৮.৭৮ লক্ষ টাকা এবং ২০০৪-২০০৫ সালে সমাপ্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার আমন ফসলের উৎপাদন নিশ্চিত হইয়াছে। প্রকল্পটি রক্ষনাবেক্ষনের জন্য বাৎসরিক ৫.০০ লক্ষ টাকা প্রয়োজন।
|
১৭.
|
নদী সংরক্ষন ও উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বেংহারী ইউনিয়নে ফুলতলায় করতোয়া নদীর তীর সংরক্ষন উপ-প্রকল্প ।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত। প্রকল্পটি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ২৮৫.৫১ লক্ষ টাকা ব্যয়ে ২০০৬-২০০৭ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের আহাম্মদনগর এলএলপি ষ্টেশন-২এবং ৩, খালাসী সেড, বিদ্যালয়, মাদ্রাসা, সাব পোষ্ট অফিস, মসজিদ,পঞ্চগড়-শালডাংগা পাকা রাস্তা, বসতবাড়ী, আবাদী জমি প্রভৃতি করতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
১৮.
|
নদী সংরক্ষন ও উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় করতোয়া নদীর ভাংগন হইতে পঞ্চগড় শহর রক্ষা উপ-প্রকল্প ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার সদর উপজেলায় অবস্থিত। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ২১০.৫৩ লক্ষ টাকা ব্যয়ে ২০০৬-২০০৭ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় পৌর এলাকার মূল্যবান জমি, দোকান ঘর, আবাসিক এলাকা, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, পঞ্চগড়-আটোয়ারী পাকা রাস্তা, মিল কারখানা প্রভৃতি করতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
১৯.
|
নদী সংরক্ষন ও উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় করতোয়া নদীর ভাংগন হইতে ভজনপুর বন্দর রক্ষা উপ-প্রকল্পঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ২১৪.০৩ লক্ষ টাকা ব্যয়ে ২০০৫-২০০৬ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় ভজনপুর বাজার সংলগ্ন দোকান পাট, পাকা আধাপাকা ঘর-বাড়ী, ভজনপুর স্কুল, কলেজ, কবরস্থান, মসজিদ, ঈদগাহ, পঞ্চগড়-তেতুলিয়া পাকা রাস্তা, রাস্তার উপর সেতু, মূল্যবান জমি, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান, করতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
২০.
|
সীমান্ত নদী সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় মহানন্দা নদীর ভাংগন হইতে বাংলাবান্ধা ও তেতুলিয়া বন্দর রক্ষা উপ-প্রকল্প ।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। ২০০৩-২০০৪ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ২৯৪.৭৪ লক্ষ টাকা ব্যয়ে ২০০৫-২০০৬ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় তেঁতুলিয়া বন্দর, বাংলাদেশ ভূ-খন্ড, পাকা আধাপাকা ঘর-বাড়ী , স্কুল, মাদ্রাসা , কবরস্থান, মসজিদ, ঈদগাহ, বাংলাবান্দা স্থল বন্দর, পাকা রাস্তা, ইত্যাদি মহানন্দা নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
২১.
|
সীমান্ত নদী সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় করতোয়া নদীর ভাংগন হইতে ময়নাগুড়ি বিডিআর বিওপি ও সীমান্ত টহল রাস্তা রক্ষা উপ-প্রকল্প ।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ৭৯৩.৫৭ লক্ষ টাকা ব্যয়ে ২০০৬-২০০৭ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় ময়নাগুড়ি বিডিআর বিওপি ও সীমান্ত টহল রাস্তা, বাংলাদেশ ভূ-খন্ড, আধাপাকা ঘর-বাড়ী, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাহ, ইত্যাদি করোতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
ক্রঃ নং
|
প্রকল্পের নাম
|
|
সংক্ষিপ্ত বিবরন
|
২২.
|
সীমান্ত নদী সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় পঞ্চগড় জেলাস্থ নাগর নদীর ভাংগন হইতে বর্ষালুপাড়া বিডিআর বিওপি ও সীমান্ত টহল রাস্তা রক্ষা উপ-প্রকল্প ।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ২৪৪.০৫০ লক্ষ টাকা ব্যয়ে ২০০৬-২০০৭ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় বর্ষালুপাড়া বিডিআর বিওপি ও সীমান্ত টহল রাস্তা , বাংলাদেশ ভূ-খন্ড , আধাপাকা ঘর-বাড়ী , স্কুল, মাদ্রাসা , কবরস্থান, মসজিদ, ঈদগাহ, ইত্যাদি নাগর নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
২৩.
|
নদী সংরক্ষন ও উন্নয়ন এবং শহর সংরক্ষন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় মহানন্দা নদীর ভাংগন হইতে তেঁতুলিয়া বন্দর রক্ষা উপ-প্রকল্প (বন্যা পূনর্বাসন)।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। ১৯৯৭-১৯৯৮ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ৪২৫.৮৯ লক্ষ টাকা ব্যয়ে ২০০৭-২০০৮ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় তেঁতুলিয়া বন্দর, বাংলাদেশ ভূ-খন্ড, পাকা-আধাপাকা ঘর-বাড়ী, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ,ঈদগাহ, পাকা রাস্তা, পুলিশ ষ্টেশন ইত্যাদি মহানন্দা নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
২৪.
|
অনুন্নয়ন রাজস্ব মেরামত মঞ্জরী খাতে সীমান্ত নদী সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মহানন্দা নদীর ভাংগন হইতে বাংলাবান্ধারঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। ২০০৪-২০০৫ আর্থিক বছরে উপ-প্রকল্পের কাজ শুরু হয় এবং ৩৩.০০ লক্ষ টাকা ব্যয়ে ২০০৫-২০০৬ আর্থিক বছরে উপ-প্রকল্পটি সমাপ্ত হয়। উপ-প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় বাংলাবান্দার জিরো পয়েন্ট হইতে প্রায় ৭.০০ কিঃমিঃ ভাটিতে মহানন্দা নদীর ডান তীর বরাবর ভারতীয় কর্তৃপক্ষ দার্জিলিং জেলার ফাসিদেওয়া বাজার এলাকায় ১৯৭২-৭৩ এবং ১৯৭৫-৭৬ সালে ১.৫০ কিঃমিঃ বাধ নির্মান করে এবং ১৯৯৫-৯৬ সালে উক্ত বাধে আড়াআড়ি ভাবে নদীর দিকে ৫১ টি মিনি গ্রয়েন ( বেড বার ) নির্মান করে, ফলে নদীর বাম তীরে বাংলাদেশ ভূ-খন্ডে কাশিমগঞ্জ এলাকায় ব্যাপক ভাংগন সৃষ্টি হয়। বাংলাদেশ ভূ-খন্ড, ঈদগাহ, কবরস্থান, সীমান্ত টহল রাস্তা ইত্যাদি মহানন্দা নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
২৫.
|
উত্তর বাংলাদেশ নলকুপ প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি ষাটের দশকে শুরু হয় এবং পরবর্তীতে আশির দশকে নতুন গভীর নলকুপ স্থাপিত হয়। প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলায় ১৪৪টি গভীর নলকুপ স্থাপন করতঃ সেচ কার্যক্রম চালু রাখা হয় এবং ৫৯.০৭ লক্ষ টাকা সেচকর বাবদ আদায় করা হয়। ২০০২ সালে সরকারী সিদ্ধান্ত মোতাবেক গভীর নলকুপ সমূহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ইউনিট-২, ঠাকুরগাঁও রিজিয়ন কর্তৃক ব্যবহৃত হইতেছে।
|
খ) সমাপ্ত প্রকল্প (২০০৯ ইং সনের পরবর্তী)ঃ
ক্রঃ নং
|
প্রকল্পের নাম
|
|
সংক্ষিপ্ত বিবরন
|
১
|
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন বহুবাঁধ বন্যা নিয়ন্ত্রন, নিষ্কাশন ও সেচ প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। সেচ কার্যক্রম পরিচালনার জন্য ২০১০-১১ আর্থিক বছরে প্রকল্পের বাসত্মবায়ন করা হয়। প্রকল্পটির অধীনে ৫.৩ কি.মি. বন্যা নিয়ন্ত্রন বাধ, ৫ কিমি খাল খনন, ২টি রেগুলেটর এবং ১ টি সাবমারজিবল ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নির্মান । প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ৯৫৫.০০ লক্ষ টাকা।
|
২
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন করতোয়া নদীর ভাংগন হতে বেংহারী ইউনিয়নের বোয়ালমারীতে নদীতীর সংরক্ষন প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত। এই প্রকল্পে ১.৬০ কিমি নদীতীর সংরক্ষন এর কাজ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ৯৫৫.০০ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, বারম্ননী মেলা মন্দির মাঠ, পাকা রাস্তা, বসতবাড়ী, আবাদী জমি প্রভৃতি পাথরাজ নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
৩
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাথরাজ নদীর বাম তীরে বোদা পানি উন্নয়নবোর্ড কলোনী, থানা হেড কোয়ার্টার ও তৎসংলগ্ন এলাকা প্রতিরক্ষা প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত। এই প্রকল্পে ১.৬০ কিমি নদীতীর সংরক্ষন এর কাজ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ৬৫০.০০ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয়, মাদ্রাসা, থানা, পোষ্ট অফিস, মসজিদ, পাকা রাস্তা, বসতবাড়ী, আবাদী জমি প্রভৃতি পাথরাজ নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
৪
|
সীমান্ত নদীতীর সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প।ঃ
|
|
প্রকল্পটি পঞ্চগড় জেলার পঞ্চগড় সদও উপজেলা ও আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। এই প্রকল্পে করোতোয়া, মহানন্দা ও নাগর নদীর ৬.৭৮৫ কিমি নদীতীর সংরকক্ষন এর কাজ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন ব্যায় ৪২৪৫.০০ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় বাংলাদেশের ভু-খন্ড সহ, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, পাকা রাস্তা, বসতবাড়ী, আবাদী জমি প্রভৃতি নদীর ভাংগন হইতে রক্ষা পাইয়াছে।
|
গ) পঞ্চগড় পওর বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড় কর্তৃক প্রসত্মাবিত প্রকল্প সমূহের তালিকা।
ক্রমিক নং
|
প্রসত্মাবিত প্রকল্প সমূহের নাম
|
কাজের পরিমান
(মিটার)
|
মমত্মব্য
|
১
|
২
|
৩
|
৫
|
১।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ফকিরপাড়া ও পঞ্চগড় পৌরসভাধীন পূর্ব জালাসী (হঠাৎপাড়া) ও তৎসংলগ্ন এলাকা তালমা নদীর ভাংগন হইতে রক্ষা প্রকল্প।
|
৯৫০
|
|
২।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন করতোয়া নদীর ভাংগন হইতে হাড়িভাসা বাজার ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
১০০০
|
|
৩।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন কুরুম নদীর ভাংগন হইতে পূর্ব তুলার ডাংগা ও নলকুড়া রক্ষ প্রকল্প।
|
১০০০
|
|
৪।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন কুরুম নদীর ভাংগন হইতে চাকলাহাট ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
৭০০
|
|
৫।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন চাওয়াই নদীর ভাংগন হইতে দারিকামারী রক্ষা প্রকল্প।
|
৮০০
|
|
৬।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন বিশমনি বন্যা নিয়ন্ত্রন, নিস্কাশন ও সেচ প্রকল্প।
|
এফসিডিআই
|
|
৭।
|
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলাধীন তীরনই হাট-তুলশিয়া নিস্কাশন ও সেচ প্রকল্প।
|
এফসিডিআই
|
|
৮।
|
করতোয়া নদীর ভাংগন হইতে ভজনপুর বিডিআর বিওপির সন্নিকটে নিজবাড়ী-মীরগড় সীমামত্ম টহল রাসত্মা রক্ষা প্রকল্প।
|
৮০০
|
|
৯।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন তালমা নদীর বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মাণ প্রকল্প ।
|
১০০০
|
|
১০।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন চাওয়াই নদীর ভাংগন হইতে জগদল বাজার ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
১২০০
|
|
১১।
|
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলাধীন মহানন্দা নদীর ভাংগন হইতে জায়গীর জোত এলাকায় বাংলাদেশ ভূ-খন্ড রক্ষ প্রকল্প।
|
১০০০
|
|
১২।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন বজরা পাড়া বন্যা নিয়ন্ত্রন, নিস্কাশন ও সেচ প্রকল্প।
|
এফসিডিআই
|
|
১৩।
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন ময়দানদিঘী ইউনিয়নে পনিষ্ঠবাড়ী বন্যা নিয়ন্ত্রন, নিস্কাশন ও সেচ প্রকল্প।
|
এফসিডিআই
|
|
১৪।
|
টাংগন ব্যারেজ সেচ প্রকল্পের মেরামত ও পূনর্বাসন প্রকল্প।
|
এফসিডিআই
|
|
১৫।
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ভাংগন হইতে দেবীগঞ্জ শহর রক্ষা প্রকল্প।
|
৪৫০
|
|
১৬।
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন করতোয়া নদীর ভাংগন হইতে বেংহারী ইউনিয়নের ফুলতলায় নদী তীর সংরক্ষন প্রকল্প।
|
৩০০
|
|
১৭।
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২ নং শালডাংগা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজারের নিকট করতোয়া নদীর ডান তীরে স ও জ বিভাগের পাকারাসত্মা সহ তৎসংলগ্ন এলাকা প্রতিরক্ষা প্রকল্প।
|
৯৫০
|
|
১৮।
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাথরাজ কলেজ সংলগ্ন পাথরাজ নদীর বামতীর ভাংগন প্রতিরোধ বাঁধ মেরামত ও ব্রীজ কাম রেগুলেটর নির্মাণ প্রকল্প।
|
এফসিডিআই
|
|
১৯।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন তালমা নদীর বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মাণ প্রকল্প ।
|
এফসিডিআই
|
|
২০।
|
পঞ্চগড় জেলার করতোয়া নদীর ড্রেজিং প্রকল্প।
|
-
|
|
ঘ) জলবায়ু ট্রাষ্টফান্ডের প্রকল্প প্রসত্মাব সমূহের তালিকা।
ক্রমিক নং
|
প্রসত্মাবিত প্রকল্প সমূহের নাম
|
কাজের পরিমান
(মিটার.)
|
মমত্মব্য
|
১
|
২
|
৩
|
৫
|
১।
|
পঞ্চগড় পৌরসভাধীন শহর সংলগ্ন করতোয়া নদীর ভাংগন হতে রামের ডাংগা, পূরাতন ক্যাম্প ও খালপাড়া রক্ষা প্রকল্প।
|
১৮০০
|
প্রকল্প প্রসত্মাবটি প্রধান পরিকল্প্না দপ্তরে ১৪/০৮/২০১১ ইং তারিখে প্রেরণ করা হইয়াছে।
|
২।
|
পঞ্চগড় পৌরসভাধীন শহর সংলগ্ন করতোয়া নদীর ভাংগন হইতে পূর্ব তুলার ডাংগা ও নলকুড়া রক্ষা প্রকল্প।
|
১০০০
|
-ঐ-
|
৩।
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ভাংগন হইতে দেবীগঞ্জ শহর রক্ষা প্রকল্প।
|
৫০০
|
-ঐ-
|
৪।
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন করতোয়া নদীর ভাংগন হইতে বেংহারী ইউনিয়নের ফুলতলায় নদী তীর সংরক্ষন প্রকল্প।
|
৩৫০
|
-ঐ-
|
৫।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ফকিরপাড়া ও পঞ্চগড় পৌরসভাধীন পূর্ব জালাসী (হঠাৎপাড়া) ও তৎসংলগ্ন এলাকা তালমা নদীর ভাংগন হইতে রক্ষা প্রকল্প।
|
৮৫০
|
-ঐ-
|
৬।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন চাওয়াই নদীর ভাংগন হইতে জগদল বাজার ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
১২০০
|
-ঐ-
|
৭।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন কুরুম নদীর ভাংগন হইতে চাকলাহাট ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
১০০০
|
-ঐ-
|
৮।
|
পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বেংহারী ও কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদীর উভয় তীরের ভাংগন হইতে বারুনী মেলা ও মন্দির কমপ্লেক্স, পঞ্চগড় - নীলফামারী মহাসড়ক ও এল এল পি আই ব্লক এ-১ স্কীম রক্ষা প্রকল্প।
|
৭৫০
|
-ঐ-
|
৯।
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২ নং শালডাংগা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজারের নিকট করতোয়া নদীর ডান তীরে স ও জ বিভাগের পাকারাসত্মা সহ তৎসংলগ্ন এলাকা প্রতিরক্ষা প্রকল্প।
|
১১০০
|
-ঐ-
|
১০।
|
পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন কুরুম নদীর ভাংগন হইতে চাকলাহাট ও তৎসংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প।
|
৭০০
|
-ঐ-
|
১১।
|
পঞ্চগড়-জেলার সদর উপজেলাধীন পঞ্চগড় পৌর এলাকা করতোয়া নদীর ভাংগন হইতে রক্ষা প্রকল্প।
|
২৯০০ রেগুলেটার-১টি
আউটলেট-২টি
|
-ঐ-
|
১২।
|
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন চীন-বাংলাদেশ মৈত্রী সেতু ও শালডাংগা ইউনিয়নের বিভিন্ন এলাকা করতোয়া নদীর ভাঙ্গন হইতে রক্ষা প্রকল্প।
|
১৬৬৫ মিটার প্রতিরক্ষা ও ৩০০০ মিটার রিসেকশনিং।
|
-ঐ-
|
|